ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী হালিমাকে বহিষ্কার

কৃষক লীগের কেন্দ্রীয় নেত্রী হালিমাকে বহিষ্কার

হালিমা রহমান। ছবি-সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২১:২৮

পুলিশের ওপর হামলা ও অসামাজিক কার্যকলাপের অপরাধে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশে তাকে বহিষ্কার করা হয়।

গত ১১ জুলাই ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে হালিমা রহমানসহ ১৫ জনকে গ্রেপ্তার করে খুলনার খালিশপুর থানা পুলিশ। নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় বর্তমানে তিনি খুলনা কারাগারে আছেন।

কৃষক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, ‘গত ৩ থেকে ৪ দিন ধরে জাতীয় পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার নামে কতিপয় খবর ভাইরাল হয়েছে যে, আপনি নানাবিধ অসামাজিক কার্যকলাপ ও রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য সকল সহযোগী ও অঙ্গ সংগঠন আপনার ঘটনার জন্য বিব্রত। ১৪ জুলাই থেকে বাংলাদেশ কৃষক লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ হতে আপনাকে বহিষ্কার করা হয়েছে।’

আরও পড়ুন

×