পার্বত্য চট্টগ্রাম থেকে চীনে নারী পাচার, জড়িতদের গ্রেপ্তার দাবি

নারী পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন
রাঙামাটি অফিস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ১৭:৪৪ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ১৭:৪৬
পার্বত্য চট্টগ্রাম থেকে চীনসহ বিভিন্ন দেশে নারী পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। আজ সোমবার বেলা এগারটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে শিক্ষাবিদ শিশির চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সিএইচটি উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়ক আইনজীবী সুস্মিতা চাকমা, শিক্ষক আনন্দ জ্যোতি চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী পারভীন আক্তার, সমাজকর্মী প্রীতিময় চাকমা, নবাশীষ চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র পাঁচ বছরের অধিক সময় ধরে পার্বত্য চট্টগ্রাম থেকে দরিদ্র অসচেতন ও অশিক্ষিত পরিবারের মেয়েদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে চীনসহ বিভিন্ন দেশে পাচার করছে। পাচার হওয়া নারীরা নানা হুমকির মুখে পড়েছে। পাচারের সাথে জড়িত মাফিয়া চক্রের সদস্যরা এখনো আইনের বাইরে রয়েছে। নারী পাচারে জড়িতদের শেকড় নির্মূল করতে হবে। তা না হলে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা বড় সংকটের মুখে পড়বেন।
দীর্ঘদিন ধরে একটি পাচারকারী চক্র হতদরিদ্র ও অসচেতন পাহাড়ি তরুণীদের নানা কৌশলে চীনে পাচার করে আসছে বলে অভিযোগ রয়েছে। গত ২৬ জুন ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ী থেকে পাচার হওয়া এক তরুণীকে উদ্ধার করে পুলিশ। পরদিন ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মানব পাচার মামলা দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে ৩০ জুন পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর বসুন্ধরা ও উত্তরা আবাসিক এলাকা থেকে সজীব চাকমা (২১), জ্যাসি চাকমা (২৩) ও মামিয়া চাকমা (২১) নামে তিন আসামিকে গ্রেপ্তার করে।