জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

দুর্ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয়রা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ২১:২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় শাহনাজ বেগম নামে এক গৃহবধূ ও তাঁর ছেলে শোয়াইব (৫) নিহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহনাজ (২৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ তাঁর ছেলে শোয়াইবকে সঙ্গে নিয়ে রেল লাইনের উপর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।