ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কালিয়াকৈরে নৌকাডুবিতে মা-ছেলে নিখোঁজ

কালিয়াকৈরে নৌকাডুবিতে মা-ছেলে নিখোঁজ

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ২২:১৩

কালিয়াকৈর উপজেলার ভাউমান টালাবহ এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে মা-ছেলে নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় সূত্রাপুর ইউনিয়নের কৈডাঙ্গা বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করলেও রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।   

নিখোঁজরা হচ্ছেন, সাদিয়া আক্তার (৩০) ও তাঁর ছেলে মো. আবদুল্লাহ (২)। সাদিয়া ভাউমান টালাবহ এলাকার সাইফুল ইসলামের মেয়ে। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ভাউমান টালাবহ এলাকার ফরমান উদ্দিন তাঁর নাতনি সাদিয়া আক্তারসহ পরিবারের সদস্যদের নিয়ে বাড়ীর পাশের কৈডাঙ্গা বিলে নৌকা নিয়ে ঘুরতে যান। বিলে ঘুরাঘুরির একপর্যায়ে একটি কালভার্টের নিচ নিয়ে যাওয়ার সময় স্রোতে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় ফরমান উদ্দিন, তার স্ত্রী ও মেয়ে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শিশু সন্তানসহ নিখোঁজ হন সাদিয়া। খবর পেয়ে আশপাশের লোকজন মা-ছেলেকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে। তবে রাত হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকালে আবারও উদ্ধার কাজ শুরু করা হবে। একই ধরনের তথ্য জানিয়েছেন সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান মিন্টু। 
 

আরও পড়ুন

×