গাংনীতে ৯ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক

গাঁজাসহ রবিউল ইসলাম এবং সজীব সরদার। ছবি: সংগৃহীত
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১২:৩৮
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম এবং সজীব সরদার নামের দুই কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাংনী উপজেলার জোরপুকুরিয়া ষোলটাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক রবিউল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাঝি গ্রামের মান্নান সরদারের ছেলে এবং সজীব সরদার একই এলাকার আজিজুল সরদারের ছেলে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম বলেন, সোর্স মারফত খবর পেয়ে রাত একটার দিকে আমরা ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযানে যাই। কারবারিরা বারবার তাদের অবস্থান পরিবর্তন করায় সকাল সাড়ে পাঁচটার দিকে জোরপুকুরিয়া ষোলটাকা সড়কের মাঝামাঝি স্থানে রাস্তায় গাছের ডালপালা ফেলে তাদের প্রতিরোধ করি। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মাঝেখানে বস্তার মধ্যে রাখা প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার করি। এ সময় মোটরসাইকেল জব্দসহ তাদের আটক করি।
- বিষয় :
- গাঁজাসহ আটক
- গাঁজা
- মেহেরপুর