শাবির হল থেকে আগ্নেয়াস ও দেশীয় অস্ত্র উদ্ধার

উদ্ধার করা আগ্নেয়াস ও দেশীয় অস্ত্র। ছবি: সমকাল
শাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ১৯:২৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শাহপরান হলের একাধিক রুম থেকে একটি শটগান, অসংখ্য দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকেলে এসব উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, হল নিরাপদ করতে ও রাজনীতি মুক্ত করতে এ অভিযান চালানো হয়েছে।
এদিন কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে হলের দিকে যান। এ সময় তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং হল প্রভোস্টরা ছিলেন। পরে হলে ঢোকে ছাত্রলীগ নেতাদের রুমে রুমে তল্লাশি চালায়। এ সময় শাহপরান হলের ৪২৩ নম্বর কক্ষ থেকে শটগান ও পাইপ উদ্ধার করা হয়। এছাড়া শাবি শাখা ছাত্রলীগ সভাপতির পাশের রুম ২১৪ নম্বর কক্ষ থেকে বিপুল সংখ্যক মদের বোতল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও অন্যান্য হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীরা আসার আগেই হল ত্যাগ করেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এদিকে তল্লাশি চালানো সময় অন্যান্য শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান করতে দেখা যায় নেন। এছাড়াও ক্যাম্পাসে প্রায় সব পয়েন্টে শিক্ষার্থীরা লাঠি হাতে সতর্ক অবস্থানে রয়েছেন।
এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং নিহতের প্রতিবাদে গায়েবানা জানাজা পড়েন।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ এবং আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়। কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাহার করে ক্যাম্পাসে আন্দোলন করতে থাকে।
বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘আমি হলের বৈধ ছাত্র, এখানে থাকার অধিকার আমার আছে। দেশের অরাজকতা পূর্ণ অবস্থায় হল প্রশাসন আমাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে, তার মানে হল প্রশাসন কি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ? হল প্রশাসনের কোনোরূপ কারণ ব্যাখ্যা না করে হল ছড়ার নির্দেশ আমরা প্রত্যাখ্যান করছি।