চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মামলা: গ্রেপ্তার ৩ কোটা আন্দোলনকারী

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ১৬:১৫ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ | ১৬:৩৩
চাপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর আঞ্চলিক সড়কের রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে কোটা বৈষম্যবিরোধী আন্দোলোনকারীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার (১৭ জুলাই) রাতে সদর থানা পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন সদর থানার ওসি মেহেদী হাসান।
তিনি জানান, ১২ জন এজাহারনামীয় এবং ১২০ জন অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, কোটা বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হবার পর চাঁপাইনবাবগঞ্জে গত মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উপরে, বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্তরে ও শান্তিমোড়ে এলাকায় এবং পরদিন বুধবার শান্তিমোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে কোটাবিরোধীরা।