ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খোকসায় কোটা আন্দোলনকারী সন্দেহে ১৮ শিক্ষার্থী আটক

খোকসায় কোটা আন্দোলনকারী সন্দেহে ১৮ শিক্ষার্থী আটক

কুষ্টিয়ার খোকসায় কোটা আন্দোলনকারী সন্দেহে এক ছাত্রকে আটক করে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ২০:৪৩

খোকসায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে ১৮ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় কোটা সংস্কার আন্দোলনের পক্ষে খোকসা বাসস্ট্যান্ডে গণজমায়েতের ডাক দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দুপুরে বাস স্ট্যান্ড এলাকায় ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেয় থানা পুলিশ। একই সঙ্গে উপজেলা সদর জুড়ে পুলিশের টহল জোরদার করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় বাসস্ট্যান্ড, খোকসা সরকারী কলেজ এলাকা, খোকসা খেয়া ঘাট এলাকা থেকে শিক্ষার্থীদের গণহারে ধরপাকড় করা হয়। সন্ধ্যায় সাড়ে ৭ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওইসব ছাত্র থানায় ছিল।

থানায় নিয়ে যাওয়া ছাত্র তানিম এর বাবা খড়ি ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, তাঁর ছেলে ব্যবসায়ীক কাজে তার কাছে এসেছিল। কিন্তু পুলিশ তাকে জোর করে তুলে নিয়ে গেছে।  

খোকসা সরকারী কলেজের পেছনের একটি রাস্তায় কোটা সংস্কার আন্দোলনকারী তিন কিশোরের সঙ্গে কথা হয়। তারা আর্ট পেপারে হাতে লেখা পোষ্টার নিয়ে বাসস্ট্যান্ডের জমায়েতে যাচ্ছিল। কিন্তু পুলিশের ধাওয়ায় আত্মগোপন করেছে।

ধরপাকড়কালে পুলিশের নজরদারিতে পরে প্রাইভেট পড়তে আসা স্কুল-কলেজের ছাত্রীরা। খোকসা বাস স্ট্যান্ডে একদল ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় পুলিশকে। পরে ওই ছাত্রীদের নাম-ঠিকানা লিখে ছেড়ে দেওয়া হয়।  

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, রাস্তা থেকে ১৫ জন ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে তাদের গ্রেপ্তার বা আটক করা হয়নি। এসব ছাত্রদের ছেড়ে দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

 

আরও পড়ুন

×