রাজশাহীতে স্বাভাবিক হচ্ছে জনজীবন, যানবাহন চলাচল বেড়েছে

রাজশাহীতে বুধবার রাস্তায় মানুষের উপস্থিতি ও যানবাহন চলাচল বেড়েছে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪ | ২০:০৫
রাজশাহীতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। আজ বুধবার সকাল থেকে সড়কে চলছে যানবাহন। রাস্তায় মানুষের উপস্থিতিও অনেক বেড়েছে। খুলেছে ব্যাংক ও সবধরনের অফিস।
দীর্ঘ এক সপ্তাহ বন্ধ থাকার কারনে অনেকেই আর্থিক সংকটে ভুলছিলেন। সকাল ১১ টায় ব্যাংক খোলার পরপরই মানুষ ভিড় করতে থাকে। সোনালী ব্যাংক রাজশাহী শাখার ডিজিএম (ইনচার্জ) কাজী মেহেদী হাসান জানান, মানুষ খুব ভিড় করছেন। লেনদেন বেড়েছে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে।
এদিকে বুধবার সকালেও সেনা সদস্যদের টহল দেখা গেছে। বিজিবি সদস্যরাও মহড়া দিচ্ছেন। বিভিন্ন মোড়ে পুলিশের উপস্থিতি দেখা গেলেও চেকপোস্ট দেখা যায়নি। সারাদিনই রাজশাহী-ঢাকা রুটসহ স্থানীয় সড়কগুলোতে বাস চলেছে। তবে ট্রেন চালু হয়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ১০ এখনো কারফিউ থাকছে। তবে সকাল ১০ টা থেকে ৫টা পর্যন্ত শিথিল থাকছে। সেনা সদস্যরা প্রতিদিন তিনবার টহল দিচ্ছে। পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরাও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মাঠে আছে। কারফিউ কতদিন থাকবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো বলা হয়নি। মানুষ যেন জীবিকার তাগিদে কাজ করতে পারেন এবং নিরাপত্তাও যেন থাকে সেজন্য কারফিউ থাকছে।
- বিষয় :
- রাজশাহী
- স্বাভাবিক জীবন
- যান চলাচল শুরু