ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুসহ তিনজনের

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুসহ তিনজনের

ফাইল ছবি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪ | ১৫:০০ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ | ১৫:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে বড় বাংগরা বাইতুন জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের হাফিজ মিয়ার ছেলে গোলাম রাব্বি, একই এলাকার মালাই গ্রামের কাদির চৌধুরীর ছেলে পিয়াস চৌধুরী ও মুরাদনগর উপজেলার বাংগরা থানার বায়রা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির মিয়া। রাব্বি ও পিয়াস বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে গোলাম রাব্বি ও পিয়াস চৌধুরী মোটরসাইকেলে নবীনগর যাচ্ছিলেন। এ সময় বাংগরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাব্বির মিয়ার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বির নিহত হন। গুরুতর আহত রাব্বি ও পিয়াসকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×