ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, হাউজ বিল্ডিংয়ের ডিজিএম’র বিরুদ্ধে মামলা

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, হাউজ বিল্ডিংয়ের ডিজিএম’র বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪ | ১৬:১৫ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ | ১৬:৩৭

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়ে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের বরিশাল অফিসের ডিজিএম এম এম জামিল আহম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে আজ বৃহস্পতিবার খুলনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

জামিল আহম্মদ খুলনা নগরীর নির্জন আবাসিক এলাকার মৃত আকমান উদ্দিন মিনার ছেলে।

দুদকের উপ-পরিচালক জানান, জামিল আহম্মদের বাবা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এর পরও বাবাকে মুক্তিযোদ্ধা দেখিয়ে মুক্তিযোদ্ধা সংসদ থেকে সনদ নেন। পরে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনে চাকরি পান। তিনি ২০০০ সালের এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

আরও পড়ুন

×