সিরাজদীখানে সংঘর্ষে আহত ৭, ইউপি সদস্য আটক

প্রতীকী ছবি
সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪ | ১৮:৫৩
মুন্সীগঞ্জের সিরাজদীখানে গ্রাম্য রাস্তা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় মো.আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক আনোয়ার লতব্দী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভাষানচর এলাকায় একটি রাস্তা নিয়ে রুকুল মীর ও আনিছ বেপারী পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তিনজন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের সাতজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লতব্দী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো.ফজলুল হক জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যু নিয়ে মীর ও বেপারী বংশের লোকদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগেও উভয় পক্ষের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। বিষয়টি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করছেন তিনি।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো .মুজাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এজনকে আটক করা হয়েছে। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।