মানিকগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় দু’জনের লাশ উদ্ধার

প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪ | ২০:৩৪
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কুশুন্ডা এলাকার ধলেশ্বরী নদী থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও সাটুরিয়া সদর ইউনিয়নের উত্তর কাউন্নরা গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে রাসেল মিয়া (১৪)।
এর আগে মঙ্গলবার রাতে ট্রলার ডুবিতে মিলন হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। সে কামতা গ্রামের সাহেব আলীর ছেলে। সে স্থানীয় জান্না আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া কামতা এলাকার ৬০ ব্যক্তি সিরাজগঞ্জের যমুনা সেতু এলাকায় নৌভ্রমণে যান। ফেরার পথে মঙ্গলবার রাত ১২টার দিকে ঘিওর উপজেলার কুশুন্ডা গ্রামে ধলেশ্বরী নদীতে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে নৌভ্রমণের ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে থাকা ৫৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও রফিকুল ও রাসেল নিখাঁজ ছিলেন। ঘটনার পর আহত স্কুলছাত্র মিলনকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ বিষয়ে আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে কুশুন্ডা এলাকায় ভাসমান অবস্থায় রফিকুল ও রাসেলের লাশ উদ্ধার করা হয়। তাদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হলো।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস সমকালকে বলেন, উদ্ধার লাশ দুটি জেলা সদরের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাল্কহেডটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- ট্রলার ডুবি
- মানিকগঞ্জ