ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাণীনগরে আমন ধান রোপণে ব্যস্ত কৃষক 

রাণীনগরে আমন ধান রোপণে ব্যস্ত কৃষক 

চলতি মৌসুমে বৃষ্টিপাত কম থাকায় আগেভাগেই মাঠে নেমে পড়েছেন চাষিরা। ছবি: সমকাল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১৩:১৩

নওগাঁর রাণীনগরে রোপা আমন ধান রোপণ শুরু করেছেন কৃষক। চলতি মৌসুমে বৃষ্টি তুলনামূলক কম থাকায় মাঠ শুষ্ক হওয়ার শঙ্কায় তড়িঘড়ি করেই মাঠে নেমেছেন ধান চাষিরা।

কৃষকরা বলছেন, আমন ধান কেটে ঘরে তুলেই জমিতে আলু ও সরিষা আবাদ শুরু করা হয়। ফলে আগাম জাতের ধান রোপণ শুরু করেছেন তারা।

উপজেলার গুয়াতা গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, চলতি মৌসুমে তিনি প্রায় ১৭ বিঘা জমিতে ধান রোপণ করছেন। ধান কেটে জমিতে আলু ও সরিষা আবাদ করবেন। গতবছর আমন মৌসুমে ধান কেটে প্রায় ৫ বিঘা জমিতে আলু সরিষার আবাদ করেছিলেন। এতে বেশ লাভবান হয়েছেন বলে জানান তিনি।

কালীগ্রাম কসবাপাড়া গ্রামের কৃষক হারুনুর রশিদ জানান, এবার বৃষ্টিপাত কম। তাই মাঠের পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে। বাধ্য হয়ে নলকূপ থেকে পানি সেচ দিয়ে জমিতে ধান রোপণ করতে হচ্ছে।

কৃষকরা বলছেন, গত বোরো মৌসুমে ধানের আবাদ ভাল হওয়ায় ফলনও ভাল হয়েছে। সেই সঙ্গে বাজারে বিক্রিতে দাম ভাল পাওয়ায় বেশ লাভবান হয়েছেন।

রাণীনগর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলা জুড়ে ১৯ হাজার ৬২০ হেক্টর জমিতে ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যেই প্রায় এক হাজার ৫০ হেক্টর জমিতে ধান রোপণ শেষ হয়েছে। আমন ধান কেটে ঘরে তোলার পর কৃষকরা মাঠে আলু, সরিষাসহ বিভিন্ন প্রকার রবিশস্য আবাদের লক্ষ নিয়ে আগাম জাতের ধান রোপণ করছেন। এর মধ্যে ব্রি ধান ৯০, বিনা ১৭, ব্রি ৭৫, স্বর্ণা-৫, জিরা-শাইলসহ বিভিন্ন জাতের ধান রয়েছে।
 

আরও পড়ুন

×