টেকনাফে তিন মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১৮:৫৪
কক্সবাজারে টেকনাফে ট্রলার ও স্পিডবোটডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে শামলালাপুর বড়ডেইল এলাকা থেকে সেন্টমার্টিনের নিখোঁজ দু'জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সাবরাং মুন্ডারডেইল এলাকা থেকে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
শামলালাপুর বড়ডেইল এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহ দু’টি সেন্টমার্টিনের নয় নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়ার মো. ফাহাদ শাহিন ও আট নম্বর ওয়ার্ডের মো. ইসমাইলের।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, সেন্টমার্টিনে ট্রলার ডুবিতে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে স্পিডবোটসহ দু'জন নিখোঁজ হয়। সেই দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজন এখনো নিখোঁজ রয়েছে। এছাড়া মুন্ডারডেইল এলাকা থেকে মস্তক বিহীন নৌকাসহ অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি একজন জেলের মরদেহ হতে পারে। ওই মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে নৌ পুলিশ।
গত বুধবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে গোলারচর সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। এঘটনায় নুর মোহাম্মদ শওকত নামের একজন নিখোঁজ থাকলে তাঁকে উদ্ধারে গিয়ে পরে স্পিডবোটডুবিতে নিখোঁজ হন মো. ফাহাদ শাহিন ও মো. ইসমাইল।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- ট্রলার ডুবি
- নিখোঁজ
- টেকনাফ
- কক্সবাজার