ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৯ দিনে পাকশী বিভাগে রেলের আয় কমেছে ১৪ কোটি টাকা

৯ দিনে পাকশী বিভাগে রেলের আয় কমেছে ১৪ কোটি টাকা

ঈশ্বরদী জংশন- সংগৃহীত ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪ | ১৭:০৪ | আপডেট: ২৭ জুলাই ২০২৪ | ১৭:৩৩

কারফিউ ও কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান সংকটে ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের পাকশী বিভাগ। গত ৯ দিনে তাদের আয় কমেছে প্রায় ১৪ কোটি টাকা। শনিবার পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পাবনার ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে সদরদপ্তরের আওতায় প্রতিদিন ৫৬টি আন্তঃনগরসহ ১১৪টি যাত্রীবাহী ট্রেন ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করে। এতে প্রতিদিন গড়ে প্রায় দেড় কোটি টাকা আয় করে রেলওয়ে। এর বাইরে মালবাহী ট্রেন ও জ্বালানি পরিবহনে রেলের আয় হয় প্রচুর।

কোটা সংস্কার আন্দোলন শুরুর পর গত ১৯ জুলাই রাত থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে প্রতিদিন দেড় কোটি টাকারও বেশি আয় থেকে বঞ্চিত হচ্ছে পাকশী বিভাগীয় রেল। তাদের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত এ বিভাগে যাত্রী, মাল ও তেলবাহী ট্রেন বন্ধ থাকায় ৯ দিনে প্রায় ১৪ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়েছে পাকশী বিভাগ।

পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুল আলম বলেন, সারাদেশের মতো পশ্চিমাঞ্চল রেলের সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চালানোর নির্দেশনা নেই।

এসব তথ্য নিশ্চিত করে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, পাকশী বিভাগের আওতায় সব ট্রেন চালানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা পেলে যে কোনো সময় রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল শুরু হবে।

আরও পড়ুন

×