ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোটা আন্দোলনে সহিংসতা

দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করল শাবি শিক্ষার্থীরা

দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করল শাবি শিক্ষার্থীরা

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ঘোষিত দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করেছেন শাবি শিক্ষার্থীরা। ছবি: সমকাল

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ১৯:৪১ | আপডেট: ২৯ জুলাই ২০২৪ | ১৯:৪২

কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে ঘোষিত দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবি সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারি মদদে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সন্ত্রাসী দিয়ে শতশত ছাত্র-জনতাকে হত্যা করে রাষ্ট্রীয় শোক ঘোষণা ছাত্র সমাজের সঙ্গে প্রহসনের সমান। রাষ্ট্রীয় শোক ঘোষণা ছাত্র-জনতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’

তিনি আরও বলেন, এখন প্রতিটি শহীদ আমাদের জন্য শক্তি; সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা; দাবি আদায়ের পথপ্রদর্শক। যতক্ষণ না পর্যন্ত ছাত্র-জনতার হত্যার দায় সরকার নিয়ে ক্ষমা প্রার্থনা করবে, ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত হচ্ছে, আমাদের আন্দোলন চলমান থাকবে।

এদিকে আজ সোমবার বিকেলে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ‘জিম্মি’ করে বিবৃতি আদায়ের প্রতিবাদ, গুম-গ্রেফতারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শাবি শিক্ষার্থীরা।

আরও পড়ুন

×