কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বশেমুরবিপ্রবিতে শোক পালন

উপাচার্যের কার্যালয়ে কালো ব্যাজ ধারণ করছেন প্রশাসনের কর্তারা। ছবি: সমকাল
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৪:৫৫ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ১৫:১২
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দিনব্যাপী শোক পালন করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক একদিনের দেশব্যাপী শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের অফিস কক্ষে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শরাফত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।