ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিয়ে বাড়িতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

বিয়ে বাড়িতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ফাইল ছবি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৫:১৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ১৫:২৫

বিয়ে বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রীতি রানী তালুকদার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুলাই) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রীতি জামালগঞ্জ উপজেলার ছয়হাড়া গ্রামের হরে কৃষ্ণ তালুকদারের মেয়ে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

চারদিন আগে প্রীতি রানী তালুকদার পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে খালার বাড়ি দাসনোয়াগাঁও গ্রামে আসে। সোমবার দুপুরে সে কামারখালি নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করেও সফল হয়নি। পরদিন সকালে একই স্থান থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, সাঁতার না জানায় শিক্ষার্থী প্রীতি রানী পানিতে ডুবে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 

আরও পড়ুন

×