তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় তরুণী আটক

আটক সানজিদা রুমা। ছবি-সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ০৫:৫৩
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অবৈধ পথে আসা সানজিদা রুমা (২৩) নামে এক ভারতীয় তরুণীকে আটক করা হয়েছে। ভারতীয় সীমান্ত ঘেঁষা মহানন্দা নদী পার হয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় আসেন তিনি। মঙ্গলবার দুপুরের দিকে ভজনপুরের বামনপাড়ায় বিচ্ছিন্নভাবে হাঁটাহাটির সময় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে প্রথমে ভজনপুর ইউনিয়ন পরিষদে নেন। পরে তাকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বোরকা পড়ে ভারতীয় ওই তরুণীর চলাফেরা এবং হিন্দিতে কথা বলার কারণে সন্দেহ হলে ভজপনুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম সানজিদা রুমা এবং তার বাড়ি ভারতের মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বলে জানান তিনি। তার বাবা সেললু একজন অভিনেতা। মায়ের নাম শান্তি রানী। তার বাবা মুসলিম এবং নানা বাড়ি পঞ্চগড় জানালেও ঠিকানা বলতে পারেননি তিনি। এছাড়া পরিবার বা বন্ধুদের কোনো মোবাইল ফোন নম্বরও দিতে পারেননি। মুম্বাইয়ের বান্দ্রা থেকে সে কিভাবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আসে এবং কিভাবে পঞ্চগড় আসে কিছুই জানাতে পারেননি ওই নারী। এসময় তার কথা অসংলগ্ন এবং রহস্যময় মনে হওয়ায় তাকে পুলিশেরে হাতে তুলে দেওয়া হয়।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নারীকে আটক করে থানায় আনা হয়েছে। বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, যেহেতু ওই তরুণী অবৈধ অনুপ্রবেশ করেছে, তাই তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হবে।