ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কারাগারে কয়েদিদের সঙ্গে স্বজনের সাক্ষাৎ বন্ধ

কারাগারে কয়েদিদের সঙ্গে স্বজনের সাক্ষাৎ বন্ধ

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ০৬:৪৭

চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ জেলা কারাগারে থাকা হাজতি ও কয়েদিদের সঙ্গে তাদের স্বজনের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি মামলাসংক্রান্ত কারণে আইনজীবীরাও আসামিদের সঙ্গে দেখা করতে পারছেন না।

এ ধরনের পরিস্থিতিতে শহরতলির ধুলিয়াখাল এলাকায় অবস্থিত হবিগঞ্জ জেলা কারাগারের ভেতরে থাকা ব্যক্তিদের স্বজনের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। 

তবে চলমান পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 

সূত্র জানায়, ১৫ দিন ধরে এই সিদ্ধান্ত বহাল রেখেছে কারাগার কর্তৃপক্ষ। যে কারণে হবিগঞ্জ জেলা কারাগারের ভেতর আটক হাজতি ও কয়েদিদের সঙ্গে তাদের স্বজনরা সাক্ষাৎ করতে পারছেন না। এমনকি সব ধরনের যোগাযোগও বন্ধ রয়েছে। এতে করে তাদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। এ ছাড়া মামলার খোঁজখবরসহ পরিবার তাদের কোনো সাহায্য করতে না পারায় বাড়ছে উৎকণ্ঠা। অন্যদিকে, কারাগার কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিষয়ের অবগত না থাকায় অনেকেই কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। 

কারাগার প্রাঙ্গণে কয়েদির সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বজন পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়টি তারা আগে থেকে জানতেন না। যে কারণে অনেক দূর থেকে এসেছিলেন কারাবন্দি স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে। এমনকি বন্দিদের মোবাইল ফোনে কথা বলাও বন্ধ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। নিয়ম ছিল সপ্তাহে এক-দুই দিন বন্দিরা তাদের স্বজন ও আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন। অথচ এখন কোনো ধরনের যোগাযোগও করা যাচ্ছে না। সাক্ষাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে কোনো নোটিশও দিতে দেখা যায়নি।

এ ব্যাপারে হবিগঞ্জ কারাগারের জেলার মাসুদুর রহমান জুয়েল জানান, চলমান পরিস্থিতির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কয়েদিদের সঙ্গে দেখা-সাক্ষাৎ উন্মুক্ত করা হবে। এতে আগের মতোই স্বজনরা দেখা করতে পারবেন।

আরও পড়ুন

×