ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দিনাজপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ১০ শিক্ষার্থী আটক

দিনাজপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ১০ শিক্ষার্থী আটক

ছবি: সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ১৫:৪৫

দিনাজপুরে ‌‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে ১০ জন শিক্ষার্থীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দানের শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে কর্মসূচি পালন করার সময় তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোমিনুল করিম। তিনি জানান, কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে এবং তাদের অভিভাবকদেরকে খবর দেওয়া হয়েছে।

জানা যায়, সকালে গোর-এ শহীদ ময়দানের শহীদ মিনারের পাদদেশে দাড়িয়ে কর্মসূচি পালন শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেয়। পরে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখানে এসে শিক্ষার্থীদেরকে আটক করে। এর পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

আরও পড়ুন

×