ফরিদপুরে মার্চ ফর জাস্টিসে সহিংসতায় জড়িতদের বিচার দাবি

ফরিদপুরে মার্চ ফর জাস্টিসের অংশ হিসেবে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ১৮:০৯
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িতদের বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকালে মার্চ ফর জাস্টিসের অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
ফরিদপুর বরিশাল মহাসড়কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিলটি বের হয়ে শামসুল উলুম মাদ্রাসার সামনে পৌঁছে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে ছিলেন নারী শিক্ষার্থীরা। তাদের হাতে এসময় বিভিন্ন স্লোগান ও দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল।
- বিষয় :
- বিক্ষোভ
- মার্চ ফর জাস্টিস
- শিক্ষার্থী
- ফরিদপুর