ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোটা সংস্কার আন্দোলন

শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও হত্যাকাণ্ডে’র বিচার চাইলেন শাবি শিক্ষকরা

শিক্ষার্থীদের ওপর নিপীড়ন ও হত্যাকাণ্ডে’র বিচার চাইলেন শাবি শিক্ষকরা

বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চেতনা একাত্তর থেকে প্রতিবাদ র‌্যালি করেন শিক্ষকরা।

শাবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ২০:০৫

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সারাদেশে ‘নিপীড়ন ও হত্যাকাণ্ডে’র বিচার চেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকরা। এ লক্ষ্যে বুধবার ক্যাম্পাসে প্রতিবাদ র‌্যালি ও প্রধান ফটকে সংহতি সমাবেশ করে নিপীড়ন-বিরোধী শিক্ষকরা।

জানা যায়, এদিন বেলা ১২টা দিকে বিশ্ববিদ্যালয়ের চেতনা একাত্তর থেকে প্রতিবাদ র‌্যালি বের করেন শিক্ষকরা। র‌্যালিতে প্রায় ৬০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। প্রতিবাদী র‌্যালি বিশ্ববিদ্যালয়ের কিলো রোড হয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সংহতি সমাবেশ করেন। শিক্ষকদের প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়ার আগে সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের ছাত্রদের এখন গবেষণায় মনোনিবেশ করার কথা। কিন্তু তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। তারা কি স্মাগলার? তারা কি মানুষ খুনি? তারা কি সরকার পতনের আন্দোলন করেছে? তারা তাদের অধিকার চেয়েছে। সুতরাং এই দেশে বিচার স্টাবলিশ করতে হবে। কেউ যদি অপরাধ করে থাকে তাদের দোষ স্বীকার করতেই হবে। না করা পর্যন্ত প্রতিবাদ চলবে। আমরা সংহতি জানাই ছাত্রদের সঙ্গে। এই দেশ আমরা নতুন করে গড়বো।

অধ্যাপক ড. আবুল হাসনাত সমাবেশে বলেন, যে হত্যাকাণ্ড দেখলাম তারা কী সন্ত্রাস ছিল? সবাই কী আন্দোলনকারী ছিল? কেউ ছাদে খুন হয়েছে, ছোট বাচ্চাটা ঘরে খুন হয়েছে; এটার বিচার না হলে এই দেশ কুরুক্ষেত্র হবে। কোনো আইনশৃঙ্খলা থাকবে না। আমরা এই হত্যার বিচার চাই।

সহযোগী অধ্যাপক রাজিক মিয়া বলেন, শিক্ষার্থীরা বাংলাদেশের স্পন্দন। এই স্পন্দনকে দমিয়ে দেওয়ার জন্য আর একটা গুলিও ছুড়বেন না। শিক্ষার্থীদের ওপর যে সকল মন্ত্রী গুণ্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছে, তাদের স্পেশাল ট্রাইব্যুনালে বিচার করতে হবে। যদি বিচার করতে না পারেন; তাহলে ওই কোলের শিশু, আবু সাইদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন। 
তিনি আরও বলেন, কে ক্ষমতায় আসলো না আসলো তাতে আমাদের দেখার বিষয় না। আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই, আমরা বিচার চাই, মন্ত্রীদের বিচার চাই, সরকারের ভিতরে থেকে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচার চাই, যারাই এই নাশকতার সাথে জড়িত তাদের সবার বিচার চাই।

শেষে তিনি সকল শিক্ষকদের প্রতি আহ্বান রেখে বলেন, সাইদ এবং শিশু বাচ্চাদের রক্তের শপথ নিয়ে বলছি, ভাইয়েরা যখন যেই মুহূর্তে প্রয়োজন আপনারা সরকারের চিন্তা না করে, দলের চিন্তা না করে; দেশ এবং জাতির চিন্তা করে ঘর থেকে বের হয়ে আসবেন।

আরও পড়ুন

×