ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ডাঙ্গামহিষদিয়া মাধ্যমিক বিদ্যালয়

চাপের মুখে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ স্থগিত

পালিয়েছেন প্রধান শিক্ষক-সভাপতি

চাপের মুখে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ স্থগিত

ফাইল ছবি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ২০:৪৫

এলাকাবাসীর চাপের মুখে যশোরের মনিরামপুরে ডাঙ্গামহিষদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বুধবার (৩১ জুলাই) বিকেলে ঘটনা তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে তাঁকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে জনরোষ থেকে রক্ষা পেতে প্রধান শিক্ষক মিজানুর রহমান ও তাঁর ভাই সভাপতি আনারুল ইসলাম এলাকা ছেড়ে পালিয়েছেন।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ডাঙ্গামহিষদিয়া-পাড়িয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ২০১৫ সালের পর থেকে নিয়মিত কমিটি গঠন করা হয়নি। মামলা নিষ্পত্তির পর যশোর শিক্ষা বোর্ড থেকে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ছয় মাসের জন্য অ্যাডহক কমিটির সভাপতি করা হয় প্রধান শিক্ষক মিজানুর রহমানের ছোট ভাই আনারুল ইসলামকে। এর পর আর নিয়মিত কমিটি গঠন করা হয়নি।

অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক মিজানুর রহমান জালিয়াতির মাধ্যমে তাঁর ছোট ভাই আনারুল ইসলামকে সভাপতি করে নিয়মিত কমিটি গঠন করেন। কমিটিতে সদস্য হিসেবে যাদের নাম আছে, তারা কেউই এ বিষয়ে অবগত নন। গত ২৭ জুলাই গোপনে কথিত নিয়োগ বোর্ডে প্রধান শিক্ষকের চাচাতো শ্যালক বিল্লাল হোসেনকে সহকারী প্রধান শিক্ষক পদে চাকরি দেওয়ার সুপারিশ করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় হইচই পড়ে যায়। গতকাল বুধবার দুপুরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নিয়োগ কার্যক্রম স্থগিত করে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। তদন্ত চলছে। যথাসময়ে প্রতিবেদন দেওয়া হবে।

আরও পড়ুন

×