৯ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি
ইবি শিক্ষার্থীদের আন্দোলন পণ্ড, আটক ১৪

কুষ্টিয়ায় ১৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ছবি: সমকাল
ইবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ২২:৪১
সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি থাকলেও পুলিশি বাধা ও তল্লাশির মুখে পালন করতে পারেনি আন্দোলনকারীরা। এতে ১৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের আদালত চত্বর এলাকায় পদযাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় পড়ে ইবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুষ্টিয়া কালেক্টরেট চত্বর ও আদালত চত্বরে প্রবেশ করতে পারেনি। আবার অনেকে প্রবেশ করলে পুলিশি তৎপরতায় শিক্ষার্থীদের সেখান থেকে বের করে দেয়া হয়।
পরে বিকালে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে একত্রিত হলে সেখানেও শিক্ষার্থীদের সরিয়ে দেয় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। এ সময় আন্দোলনকারী সন্দেহে ১৪ জন শিক্ষার্থীকে আটক করা হয়। এদের মধ্যে ইবির এগারো জনসহ কুষ্টিয়া সরকারী কলেজের তিন শিক্ষার্থীর রয়েছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী।
এ বিষয়ে তিনি জানান, আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আপাতত ১৪ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে নাশকতার প্রমাণ পেলে গ্রেপ্তার দেখানো হবে। অন্যথায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।