ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কুয়াকাটা সৈকতে ভেসে এল অর্ধগলিত মরদেহ

কুয়াকাটা সৈকতে ভেসে এল অর্ধগলিত মরদেহ

ফাইল ছবি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ১৩:১৪

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে ঝাউবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জোয়ারে সৈকতের তীরে এসে আটকায় মরদেহটি। স্থানীয়রা ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। মরদেহ অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। তবে কোমড়ে সুতার সঙ্গে জালের কাঠি থাকায় মরদেহটি কোনো জেলের হতে পারে এমন ধারণা করা হচ্ছে।


কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, কয়েকদিন ধরে সমুদ্র উত্তাল। অনেক জেলে নিখোঁজ বলে জিডি হয়েছে। মরদেহটি কোনো জেলের হতে পারে। নিখোঁজ জেলেদের পরিবারকে খবর দেয়া হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে। 

আরও পড়ুন

×