উখিয়ায় শরণার্থী শিবিরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪ | ১২:০০
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এর ইনচার্জ (সি আই সি) অফিসের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
স্থানীয় বেসরকারি সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্টের (শেড) ইন্টিগ্রেটেড নিউট্রিশন ইন্টারভেনশান প্রকল্প কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল ‘সকল বাধা দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি।’
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ ও সিনিয়র সহকারী সচিব মো. সানোয়ার হোসেন। ওই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডব্লিউএফপি প্রতিনিধি প্রোগ্রাম অ্যাসোসিয়েট রেবেকা সুলতানা, শেডের উপ-পরিচালক জিয়াউর রহমান, প্রকল্প পরিচালক মো. আমির হোসেন, নিউট্রিশন এক্সপার্ট ফাহিমুজ্জামান, ডিপিএম-মো. মেহেদী হাসান, এনএসএন রাশেদ হাসান, গণমাধ্যমকর্মী এবং ক্যাম্প ১১ এর অন্যান্য স্টেকহোল্ডারের প্রতিনিধিরা।
এবারের প্রতিপাদ্যের ওপর গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান বলেন, মাতৃদুগ্ধ পানে মায়েদের সুযোগ করে দিতে হবে। মায়েদের সঙ্গে কোনো প্রকার ভায়োলেন্স করা যাবে না। কমিউনিটির সবাইকে এই বিষয়ে সোচ্চার হতে হবে। বিশেষ করে মসজিদের ঈমামগনকে এই বিষয়ে বিশেষ ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার জন্য আমাদের সব বাধা দূর করতে হবে। মাতৃদুগ্ধ শিশুর পুষ্টির প্রধান উৎস এবং এটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য।
আলোচনা সভার শেষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যা ক্যাম্পের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন।
উল্লেখ্য, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ প্রতি বছর আগস্ট মাসের প্রথম সপ্তাহে পালন করা হয়। এই সপ্তাহের মূল উদ্দেশ্য হলো মাতৃদুগ্ধ পান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রচারণা চালানো।
- বিষয় :
- উখিয়া