সাতক্ষীরা
কারাগারে হামলা করে ৫৯৬ কয়েদিকে নিয়ে গেল দুর্বৃত্তরা

ফাইল ফটো
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪ | ১১:২৩ | আপডেট: ০৬ আগস্ট ২০২৪ | ১১:৩১
সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালিয়ে ৫৯৬ জন কয়েদি ও হাজতিতে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জেলখানায় আলাদা ১০টি সেলে এসব আসামিরা ছিলেন। সোমবার সন্ধ্যার পর জেলখানায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়ে আসামিদের বের করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পালিয়ে যাওয়া আসামিদের অনেকেই আজ মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরা জেলা কারাগারে গিয়ে আত্মসমর্পণ করেন। সকাল ১০টা পর্যন্ত দুই শতাধিক কয়েদি ও হাজতি আত্মসমর্পণ করেছেন বলে সূত্র জানিয়েছে। আরও পলাতক আসামিদের আত্মসমর্পণের জন্য কারাগারে আসতে দেখা গেছে।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার হাসনা জাহান বিথি বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে একদল দুর্বৃত্ত জেলখানায় হামলা চালায়। তারা জেলগেটের তালা ভেঙে ১০টি সেলে থাকা আসামিদের বের করে নিয়ে যায়। ওই ১০টি সেলে ৫৯৬ কয়েদি ও হাজতি ছিল। অনেক কয়েদি ও আসামি মঙ্গলবার সকাল থেকে জেলখানায় এসে আত্মসমর্পণ করেন।