লুটপাট, অগ্নিসংযোগ
হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, পাইকগাছা বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার

ফাইল ফটো
খুলনা ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪ | ১৯:০১
হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা পাওয়ায় খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডলকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে তাদের সাময়িক বহিস্কার করা হয়।
এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পাঁচ নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। শনিবার খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন রূপসার শ্রীফলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতি দলের সদস্যসচিব মাহমুদ আলম লোটাস, বিএনপি কর্মী নাসির মেম্বার, রুতাপ শেখ ও শাফায়েত হোসেন।
জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, কেউ কোথাও হামলা-ভাঙচুর এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বিএনপি
- পাইকগাছা
- বহিস্কার
- লুটপাট
- অগ্নিসংযোগ