বাঘের সঙ্গে লড়ে বেঁচে ফিরলেন তারা

ফাইল ছবি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ০৩:১৩
গরানের ডাল কাটার সময় হঠাৎ ডান দিক থেকে বিশালদেহী বাঘ ঝাঁপিয়ে পড়ে ৪২ বছর বয়সী রেজাউল পাইকের ওপর। দা ও লাঠি নিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করেন সামনে ও বামপাশে থাকা দুই সহযোগী। এভাবে ৪০-৪৫ সেকেন্ড চলার পর রণে ভঙ্গ দিয়ে বনের গভীরে চলে যায় বাঘটি। পরক্ষণেই বাঘের থাবায় আহত রেজাউলকে নিয়ে লোকালয়ের উদ্দেশে রওনা দেন সহযোগীরা।
ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছবেদ আলীর খাল এলাকায়। আহত রেজাউল পাইক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের বাসিন্দা।
বর্তমানে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। গোপনে সুন্দরবনে প্রবেশ করেন পার্শ্বেখালী গ্রামের লোকজন। আইনগত ঝামেলা এড়াতে দুই সহযোগী পরিচয় গোপন রাখার শর্তে জানান, তারা একটি নৌকায় শনিবার সকালে সুন্দরবনে প্রবেশ করেন। বাড়ির কাজের জন্য তিনজন মিলে গরানের ছিটে (গরান গাছের ডাল) কাটার সময় বাঘের কবলে পড়েন তারা।
দুই সহযোগী আরও জানান, কাজের মধ্যে হঠাৎ একটি বাঘ ডানপাশ থেকে রেজাউলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা লাঠি নিয়ে চড়াও হলে রেজাউলকে ছেড়ে বাঘ বনের গভীরে চলে যায়। বাঘের থাবায় তার গলার গভীর ক্ষত হয়ে গেছে। তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে।
আহত রেজাউল বলেন, আরও তিন সপ্তাহ পর সুন্দরবন থেকে কাঁকড়া শিকারের অনুমতি মিলবে। যার কারণে আটল ঠিক করার জন্য কিছু গরানের ছিটে নেওয়ার জন্য লুকিয়ে সুন্দরবনে প্রবেশ করেন তারা। বন বিভাগের চোখ এড়াতে পার্শ্ববর্তী এলাকার এক গ্রাম্য চিকিৎসকের কাছে সেবা নিচ্ছেন তিনি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরীর ভাষ্য, বাঘের আক্রমণে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিষেধাজ্ঞার মধ্যেও তিনি কীভাবে সুন্দরবনে গেলেন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।