২৮ কোটি টাকার স্বর্ণসহ আটক দুইজন

টেকনাফে ২৯.১৫ কেজি স্বর্ণসহ আটক দুই পাচারকারী
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ১৪:৩৩ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ | ১৪:৫৯
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২৯.১৫ কেজি স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য আটাশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা।
শনিবার (১০ আগস্ট) বিকেলে হ্নীলা ফুলের ডেইল গ্রাম থেকে দু’জনকে আটক করা হয়। তারা হলেন–মায়ানমার মংডু সুইজা এলাকার আনোয়ার সাদেক ও উখিয়া ১৩ নম্বর ক্যাম্পের ইয়াহিয়া খান।
রোববার দুপুরে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ গণমাধ্যম কর্মীদের জানান, পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল গ্রামের একটি বাড়িতে স্বর্ণের বড় চালান মজুদ করে রাখে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৯.১৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আটাশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা। এ সময় দুজনকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে।
- বিষয় :
- স্বর্ণ চোরাকারবারি
- আটক
- কক্সবাজার
- টেকনাফ
- বিজিবি