আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন শিক্ষার্থীরা। ছবি: সমকাল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪ | ১১:২৯
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে আলফাডাঙ্গা সদরের কয়েকটি স্থানে দিনভর অভিযান চালায় তারা। পরিচ্ছন্নতা অভিযানে বেরিয়ে জনসাধারণকে সচেতন করেন শিক্ষার্থীরা। যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধ করেন তারা।
আলফাডাঙ্গা সদর বাজার, হাসপাতাল রোড ও সরকারি হাইস্কুলের আশেপাশের সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেধে পরিষ্কার করেন শিক্ষার্থীরা।
আলফাডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাজহারুল ইসলাম মাহমুদ, শেখ রিশাদ, সাদুজ্জামান মিনা, রিফা তাসনিয়া জেরিন ও ফজলে রাব্বির সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
সমন্বয়করা জানান, আলফাডাঙ্গার ছাত্রসমাজ সবাই একসাথে পরিচ্ছন্নতা অভিযানে কাজ করছে। দোকানদার ও জনসাধারণকে সচেতন করা হচ্ছে। এই কাজে অনেকেই সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিজ নিজ অবস্থান থেকে সবাইকে পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন হতে আহ্বান জানান শিক্ষার্থীরা।
- বিষয় :
- ফরিদপুর
- আলফাডাঙ্গা
- পরিচ্ছন্নতা অভিযান