কাজ শুরু করেছে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশ। ছবি: সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪ | ১২:২৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৪ | ১২:৪৯
সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশ। সোমবার সকাল থেকে জেলা সদরের বিভিন্ন পয়েন্ট ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে।
ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি বিএনসিসিসহ স্বেচ্ছাসেবীরাও তৎপর আছেন সড়কে। এছাড়া জেলার সাতটি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলো নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন সেনা সদস্যরা।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁওয়ে সাতটি থানা স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা গ্রহীতারা থানায় সেবা নিতে আসছেন। জেলা ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। জেলার কোন পয়েন্টে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু না হলে তা দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।
- বিষয় :
- ট্রাফিক পুলিশ
- ট্রাফিক নিয়ন্ত্রণ
- ঠাকুরগাঁও