ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকারের সঙ্গে শিক্ষার্থীরা

বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকারের সঙ্গে শিক্ষার্থীরা

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪ | ১৮:৫৯

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সঙ্গে বাজার মনিটর করেছে বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন বাজারের কাঁচা তরকারি, মুদি, মাছ, মাংস ও মুরগির দোকানে মনিটর করা হয়। 

বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতাদের দোকানে ভাউচার চেক করেন। পণ্যের মান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা, তা তদারকি করেন। তারা দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে অনুরোধ করেন ব্যবসায়ীদের। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।

ভোক্তা অধিকার বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, নিত্যপণ্যের দাম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটর করছি। কোনো ব্যবসায়ী সিন্ডিকেট বা কারসাজি করে বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×