বেনাপোল সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফাইল ছবি
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪ | ১৯:৪৪
বেনাপোলে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুটখালী সীমান্তের ইছামতী নদীর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয়রা জানান, খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প এলাকার মেইন পিলারের ২০০ গজ উত্তরে বাংলাদেশের ভেতরে ইছামতী নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের জানায়। পড়ে বিজিবি পোর্ট থানা পুলিশকে জানালে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
- বিষয় :
- অজ্ঞাত মরদেহ উদ্ধার
- যশোর
- বেনাপোল