ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছাগলে ধান খাওয়ায় ভাতিজিকে পিটিয়ে হত্যা

ছাগলে ধান খাওয়ায় ভাতিজিকে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ১৯:৫৪

ফরিদপুরের বোয়ালমারীতে ছাগলে ধান খাওয়ায় ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা শাহাদাতের বিরুদ্ধে। উপজেলার গুনবহা ইউনিয়নের দরিহরিহরনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হামিদা বেগম ওই গ্রামের ইস্রাফিল মোল্যার মেয়ে। তিনি সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের হাসিবুল সরদারের স্ত্রী।

অভিযোগ থেকে জানা যায়, সোমবার বিকেলে ইস্রাফিল মোল্যার মেয়ে মহিমা মাঠ থেকে ছাগল আনতে যায়। এ সময় তার চাচা শাহাদাত মোল্যার ছাগল পাশের ক্ষেতে ধান খাচ্ছিল। বিষয়টি চাচিকে বললে তিনি মহিমাকে মারধর করেন। সন্ধ্যায় শাহাদাতের পরিবারের সদস্যরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা শাহাদাত মোল্যার বড় মেয়ে হামিদাকে ঘর থেকে টেনে বের করে রড, হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার বুকের হাড় ভেঙে যায়। মাথার আঘাতটিও ছিল গুরুতর।

হামিদার স্বামী হাসিবুল সরদার বলেন, আট মাসের ছেলেকে নিয়ে হামিদা বাবার বাড়ি বেড়াতে আসে। তুচ্ছ বিষয় নিয়ে চাচারা ওকে পিটিয়ে মেরে ফেলেছে। হত্যাকারীদের কঠিন শাস্তি দেওয়া হোক।

এদিকে ঘটনার পর থেকে শাহাদাত মোল্যা ও তার পরিবার পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনও অভিযোগ করেনি। তবে এ ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×