গ্রাফিতি আঁকতে বাধা দেওয়ায় বিক্ষোভ

ফাইল ছবি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪ | ১৭:০৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৪ | ১৭:২২
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে আঁকা গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ৫% কোটা বহাল, জেলা পরিষদে যোগ্য ব্যক্তিদের নিয়োগসহ সাত দফা দাবি জানান তারা।
শুক্রবার বেলা ১১টায় চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে মিছিল শুরু হয়। পরে শাপলা চত্বর, কোর্ট বিল্ডিংসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার চেঙ্গী স্কোয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন জেকি চাকমা, তুষিতা চাকমা, মেগদুদ ত্রিপুরা, অন্তর চাকমা ও ফুটন্ত চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, পাহাড় থেকে বৈষম্য দূর হয় না। নিত্যনতুন ষড়যন্ত্র হচ্ছে। পর্যটনের নামে ভূমি বেদখল, নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। গণতন্ত্র নেই। জেলা পরিষদের নির্বাচন হয় না। অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে আদিবাসীদের মেধা শূন্য করা হচ্ছে। যুগ যুগ ধরে বাকস্বাধীনতা অবরুদ্ধ। অধিকারের কথা বললেই বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।
- বিষয় :
- গ্রাফিতি
- বাধার অভিযোগ
- বিক্ষোভ সমাবেশ
- খাগড়াছড়ি