বাড়িঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তত্বাবধায়ক সেলিম মিয়া
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪ | ১৮:০২
পিরোজপুরের মঠবাড়িয়ায় কুয়েত প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিবেশী আহাদের নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। শুক্রবার স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বাড়ির তত্ত্বাবধায়ক সেলিম হাওলাদার।
লিখিত বক্তব্যে সেলিম মিয়া বলেন, বাড়ির মালিক কামাল হোসেন ৪২ বছর ধরে সপরিবারে কুয়েতে বসবাস করছেন। ৩৫ বছর আগে মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের পাশে ধানীসাফা গ্রামের মণ্ডলবাড়ি-সংলগ্ন ৫৫ শতাংশ জমি সাব কবলা মূলে কিনে নেন। বালু ভরাট করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে বাগানবাড়ি করেন। প্রতিবেশী ফুল মিয়া বেপারীর ছেলের আহাদ মিয়া দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছিলেন। চলমান পরিস্থিতির সুযোগে গত বুধবার রাত ৯টার দিকে আহাদ মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন বাড়িতে প্রবেশ করে প্রথমে সেলিম মিয়া ও তাঁর স্ত্রী আম্বিয়াকে ঘরে থেকে বের করে দেন। পরে আসবাব ভাঙচুর করে টাকা, সিলিং ফ্যানসহ মালপত্র লুট করে নিয়ে যান। হামলাকারীরা মুখোশপরা থাকলেও তিনি আহাদ মিয়া, এমাদুল ও পান্না মিয়াকে চিনে ফেলেন। যাওয়ার সময় হামলাকারীরা জমি ছেড়ে না দিলে ভালো হবে না বলে হুমকি দিয়ে যান।
এ বিষয়ে কথা বলতে ভুক্তভোগী কামাল হোসেনের মোবাইল ফোনে কল দেওয়া হয়। তিনি বলেন, ‘আহাদ ভূমিদস্যু। দীর্ঘদিন ধরেই আমার জমি দখলের চেষ্টা করছে। চলমান পরিস্থিতির সুযোগে বসতঘর ভাঙচুর করে মালপত্র লুট করে নিয়ে গেছে। আগেও সে জমির মালিকানা দাবি করে। বিষয়টি নিয়ে সালিশ বসালে তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন আহাদ বেপারী। এসব ষড়যন্ত্র দাবি করে পাল্টা অভিযোগ করে বলেন, ‘প্রবাসী কামাল ক্ষমতার দাপটে আমার পৈতৃক ৬০ শতাংশ জমি জোর করে দখল করে বাগানবাড়ি করেছেন। সেনাবাহিনীকে জানিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করছি এবার ন্যায়বিচার পাব।’