রমেশ চন্দ্রকে পাঠানো হলো জেলহাজতে

আদালতে সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ১৬:৫১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ | ১৭:৩০
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুর তিনটা ১৫ মিনিটে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে তাঁকে হাজির করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, পৌর শহরের হাজীপাড়া নিবাসী রিপন বাবু নামে এক ব্যক্তি ঠাকুরগাঁও সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। রমেশ চন্দ্র সেনকে সেই মামলার আসামি করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া রামনাথ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রুহিয়া থানার রামনাথ এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ রমেশ চন্দ্র সেনকে নিয়ে যায় বলে জানিয়েছেন তার স্ত্রী অঞ্জলী সেন।
তিনি বলেন, ‘রাত ১০টার দিকে সাদা পোশাকধারী একদল লোক বাড়িতে আসে। তাদের সঙ্গে রুহিয়া থানার ওসিও ছিল। তারা বলে আমার স্বামীর ভালোর জন্য তারা তাকে নিয়ে যাবে এবং আধা ঘণ্টার মধ্যে আবার দিয়ে যাবে। তাদের অনেক অনুরোধ করি আমার স্বামী অসুস্থ, তাকে নিয়ে যাবেন না। তারা আমার কথা শোনেনি এবং আমার স্বামীকে গাড়িতে করে নিয়ে যায়। কেন নিয়ে গেল, কোথায় নিয়ে গেল কিছু বলেনি।’
রুহিয়া থানার ওসি গুলমাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘পুলিশের হেড কোয়ার্টার থেকে একটি টিম এসেছিল। আমি যতদুর জেনেছি, নিরাপত্তার স্বার্থে পুলিশের ওই টিম সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে হেফাজতে নিয়েছে। আমরা তাদের সহযোগিতা করেছি মাত্র। এর থেকে বেশি কিছু আমি জানি না।’
- বিষয় :
- জেল
- আদালত
- ঠাকুরগাঁও
- সাবেক মন্ত্রী