বাজিতপুরে বিক্ষোভের মুখে নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ

ছবি-সংগৃহীত
কুলিয়ারচর ও বাজিতপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ২২:২২
ঘুষ-দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল নার্সিং কলেজের অধ্যক্ষ আলপনা আক্তার।রোববার কর্মবিরতি পালন করে নার্স ও শিক্ষার্থীদের আলটিমেটামের পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগে বাধ্য হন। অভিযোগ রয়েছে, তাঁর বিয়েবার্ষিকী, জন্মবার্ষিকীসহ বিভিন্ন দিবসে কেক সরবরাহ করতে হতো শিক্ষার্থীদের। দিতে হতো নাকফুল, কানের দুলসহ নানা অলংকার।
অধ্যক্ষ আলপনা আক্তারের বিরুদ্ধে নানা উপায়ে মূল্যবান উপঢৌকন নেওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিনের। তিনি শিক্ষার্থীদের কাছ থেকে তাঁর বিয়েবার্ষিকী, জন্মবার্ষিকীসহ নানা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। তাঁকে সন্তুষ্ট করতে না পারলে শিক্ষার্থীদের গালাগাল শুনতে হতো, দাঁড়াতে হতো তাঁর কাঠগড়ায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক বিএসসি চতুর্থ বর্ষের ছাত্র নওশাদ জাহান মৃদুল জানান, বিতর্কিত অধ্যক্ষ আলপনা আক্তার শিক্ষার্থীদের ওপর ক্ষমতার দাপট দেখাতেন। শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রসিদে টাকা নিতেন। যেসব শিক্ষার্থীর ওপর তাঁর ক্ষোভ থাকত, তাদের ডিউটিতে ও অর্থনৈতিকভাবে সাজা দেওয়া হতো। শিক্ষার্থীদের সঙ্গে মোবাইল ফোন পেলে তিনি ২-৫ হাজার টাকা বিনা রসিদে জরিমানা করতেন।
এসব কারণে রোববার দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। সকাল ৮টার দিকে নার্সিং কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামলে হাসপাতালের স্টাফ নার্সরাও কর্মবিরতি দিয়ে একাত্মতা ঘোষণা করেন। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে আসেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারা রশিদ বিন এনাম ও বাজিতপুর ক্যাম্পের সেনাসদস্যরা। তারা বিক্ষোকারীদের শান্ত করার চেষ্টা করে কিছুক্ষণ অবস্থান করে চলে যান।
এদিকে বিক্ষোভের মুখে দুপুর ১২টার দিকে অধ্যক্ষ আলপনা আক্তার তাঁর কার্যালয়ের পেছন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের তালাবদ্ধ গ্রিল ভেঙে ভুয়া ভুয়া স্লোগানে তাঁকে ভেতরে নিয়ে আসেন। পরে দুপুর ১টার দিকে তিনি লিখিতভাবে পদত্যাগ করেন। বিষয়টি শিক্ষার্থীদের হ্যান্ডমাইকে জানিয়ে দেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দিন।
অন্যদিকে আন্দোলনে একাত্মতাকারী নার্সদের বেতন ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা করার দাবির পরিপ্রেক্ষিতে ২২ হাজার টাকা করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
অধ্যাপক ডা. বাহার উদ্দিন বলেন, ১ সেপ্টেম্বর থেকে নার্সদের বেতন বাড়িয়ে ২২ হাজার টাকা করা হবে।
- বিষয় :
- পদত্যাগ
- শিক্ষক
- বিক্ষোভ
- নার্সিং কলেজ
- অধ্যক্ষ