পাহাড় ধসে বাবার মৃত্যু, মেয়ে আহত

ফাইল ছবি
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১৬:২৪
মহেশখালীতে পাহাড় ধসে আব্দুস শুক্কুর ওরফে মনু মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সদ্য বিবাহিত মেয়ে মোস্তারি বেগম গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া বালাগুনিয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পাহাড় ধসে নিহত আব্দুস শুক্কুর ওরফে মনু মিয়া একই এলাকার মকবুল শিকদারের ছেলে।
সোমবার ভোর থেকেই বৃষ্টি হচ্ছিল। বেলা ১১টার দিকে পাহাড় ধসে মনু মিয়ার বাড়ির ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মনু মিয়া মারা যান। গুরুতর আহত হন তার মেয়ে মোস্তারি বেগম (২০)। সদ্য বিবাহিত মোস্তারি বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। ঘটনাস্থল থেকে মনু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। মোস্তারি বেগমকে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য কলি আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হয়েছেন।