ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চাকরি স্থানীয়করণসহ ৬ দফা দাবিতে বেতার শিল্পী–কর্মকর্তাদের মানববন্ধন

চাকরি স্থানীয়করণসহ ৬ দফা দাবিতে বেতার শিল্পী–কর্মকর্তাদের মানববন্ধন

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১৮:৪১

চুক্তিভিত্তিক শিল্পীদের চাকরি স্থায়ীকরণ, কর্মকর্তাদের ব্যাচভিত্তিক পদোন্নতি এবং বেতারের নিজস্ব মহাপরিচালক নিয়োগসহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ বেতারের শিল্পী ও কর্মকর্তারা। সোমবার দুপুরে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের উপবার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সাল কবীর, আঞ্চলিক প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার প্রমুখ।

বক্তারা বলেন, চাকরিতে যোগদানের ১৩ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পদোন্নতি হয়নি। তারা অবিলম্বে ৬ দফা দাবি মেনে নিতে সরকারের কাছে আবেদন জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন

×