ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এমপি আনার হত্যায় আদালতে ১২০০ পৃষ্ঠার চার্জশিট, উল্লেখ নেই হত্যার কারণ

এমপি আনার হত্যায় আদালতে ১২০০ পৃষ্ঠার চার্জশিট, উল্লেখ নেই হত্যার কারণ

আনোয়ারুল আজীম আনার। ফাইল ছবি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ২২:৪০

ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এ ঘটনায় প্রথম সন্দেহভাজন গ্রেপ্তারের ৮৭ দিনের মাথায় শনিবার এ চার্জশিট জমা দেওয়া হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, চার্জশিটে জিহাদ হাওলাদার ও মুহাম্মদ সিয়াম নামের দু’জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।

বারাসাত আদালতের আইনজীবী এ জামান বলেন, এটি প্রাথমিক চার্জশিট। যেহেতু ক্রিমিনাল অফেন্স; ৯০ দিনের মধ্যে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে এটি দেওয়া হয়। আগামী ৩০ আগস্ট এ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। ওই দিন গ্রেপ্তার দু’জন– জিহাদ ও সিয়ামকে আদালতে সশরীরে হাজির করাতে বলা হয়েছে।

চলতি বছরের ১২ মে গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনার। পরদিন তিনি নিখোঁজ হন। ১৮ মে কলকাতার অদূরে বরাহনগর থানায় তাঁর বন্ধু গোপাল বিশ্বাস নিখোঁজ ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। এরপরই নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্স নামের একটি বহুতল ভবনে আনারের খুন হওয়ার কথা জানায় সিআইডি। খুন হওয়ার দাবি করা হলেও আনারের দেহ পাননি তদন্তকারীরা। যদিও ওই ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে সন্দেহজনক মাংসখণ্ড উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ডিএনএ পরীক্ষার জন্য আনারের পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হলেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য তারা কেউ এখনও কলকাতায় আসতে পারেননি।

আরও পড়ুন

×