ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বরিশাল আ’লীগের শীর্ষ চার নেতা কে কোথায়

বরিশাল আ’লীগের শীর্ষ চার নেতা কে কোথায়

হাসানাত আবদুল্লাহ, আবুল খায়ের আবদুল্লাহ, জাহিদ ফারুক শামীম, সাদিক আবদুল্লাহ

 সুমন চৌধুরী, বরিশাল

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ০১:০৭

সাড়ে চার দশক ধরে বরিশাল আওয়ামী লীগ আবুল হাসানাত আবদুল্লাহর নিয়ন্ত্রণে। জেলা আওয়ামী লীগের সভাপতি তিনি। তাঁর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মহানগরের সাধারণ সম্পাদক। এদিকে গত বছরের জুনে সিটি নির্বাচনে সাদিক মনোনয়নবঞ্চিত হলে নগরে হাসানাত পরিবারবিরোধী আরেকটি শক্তির উত্থান ঘটে। এর নেতৃত্ব ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও হাসানাতের ছোট ভাই সদ্য সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। শামীম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে থাকলেও দলীয় পদ নেই আবুল খায়েরের। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এই চারজন লাপাত্তা।
চার নেতা কোথায় আছেন সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি কেউ। তবে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে হাসানাত ভারতে এবং অন্য তিনজন দেশে থাকার সম্ভাবনা বেশি। 
এক দশকের বেশি সময় ধরে হাসানাতের ব্যক্তিগত কর্মকর্তা খায়রুল বাশার গত ২ আগস্ট ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। লেখা ছিল– ‘শর্ট নোটিশে মুম্বাই যাচ্ছি’। বিভিন্ন সূত্রে জানা গেছে, ওই দিনই হাসানাত ভারত গেছেন।

গত ৫ আগস্ট বিকেল সোয়া ৪টায় বিক্ষুব্ধরা কালীবাড়ি সড়কে হাসানাতের বাড়িতে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। তিনতলা বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে দোতলার একটি কক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সিটি কাউন্সিলর গাজী নাঈমুল ইসলাম লিটু ও আরও দুই কর্মীর পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, এ ঘটনার কয়েক মিনিট আগে সাদিককে ভবনের ছাদে দেখা গেছে। বাড়ির মধ্যে দলের অনেক কর্মী ছিল। তাদের নিয়ে দুপুরে সদর রোডে মহড়া দেন সাদিক। জানা গেছে, বিক্ষুব্ধরা ঢোকার পর সাদিক বাড়ির পেছনের পকেট গেট দিয়ে বেরিয়ে যান। সঙ্গে ছিল স্ত্রী ও সাত বছর বয়সী সন্তান। তারা গলির মধ্যেই একটি বাসায় আশ্রয় নিয়েছিলেন। সন্ধ্যার পর ওই বাসা থেকে বেরিয়ে হাসপাতাল রোডে ওঠে স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি সিএনজি অটোতে সোনালী সিনেমা হলের দিকে চলে যান। 

সাবেক প্রতিমন্ত্রী শামীম সর্বশেষ বরিশালে এসেছিলেন ২ আগস্ট। বিকেলে ক্রীড়া সংগঠক মরহুম আমিনুল ইসলাম সুরুজের আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় অংশ নিয়ে রাজধানীতে ফেরেন। আন্দোলনকারীরা ৪ আগস্ট নবগ্রাম সড়কে তাঁর বাড়িতে ভাঙচুর করে ও আগুন দেয়। সরকার পতনের পর বরিশালের একাধিক অনুসারীর সঙ্গে প্রতিমন্ত্রীর হোয়াটসঅ্যাপে কথা হয়েছে বলে সমকাল নিশ্চিত হয়েছে।
গত বছর জুনে সিটি নির্বাচনে আকস্মিকভাবে মনোনয়ন পান হাসানাত আবদুল্লাহর ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহ। ৪ আগস্ট রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নগরের ভাড়া বাসা থেকে তিনি স্ত্রীসহ বরিশাল ছাড়েন। তাঁর ঘনিষ্ঠজনেরা জানান, তিনি নিরাপদে আছেন।

আরও পড়ুন

×