বাবুলের দাবি, নগরকান্দায় মৃত্যুর দায় শামা ওবায়েদের

শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল। ছবি: সংগৃহীত
ফরিদপুর অফিস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ২০:১৮
ফরিদপুরে নগরকান্দায় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের দায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ রিংকুর বলে দাবি করেছেন বিএনপির অপর নেতা কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
বুধবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম বাবুল এ দাবি করেন। তিনি বলেন, ঢাকা থেকে নিজ বাড়িতে আসার খবরে স্থানীয় নেতাকর্মীরা স্বাগত জানিয়ে গাড়ি বহরে যোগ দেয়। এ সময় পথের প্রতিটি মোড়ে মোড়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় কবির ভুঁইয়া নামের একজন নিহত হয়, গুরুতর আহতরা মৃত্যুর সঙ্গে লড়ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে কেন্দ্রের নিকট অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি।
এদিকে অভিযোগ অস্বীকার করে শামা ওবায়েদ বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদের রক্তের দাগ মোছার আগেই মোটর শোভাযাত্রা ও আনন্দ উৎসব সাধারণ মানুষ হয়ত মেনে নিতে পারেনি। তাই তারা বিরক্ত হয়ে শোভাযাত্রায় বাধা দিয়ে থাকতে পারে। এর সাথে আমার দলের কোনো সম্পর্ক নাই।
- বিষয় :
- শামা ওবায়েদ
- ফরিদপুর
- বিএনপি