ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অবশেষে পদত্যাগ করলেন সিকৃবির ভিসি

অবশেষে পদত্যাগ করলেন সিকৃবির ভিসি

ডা. মো. জামাল উদ্দিন ভূঞা

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ১৬:২৬ | আপডেট: ২২ আগস্ট ২০২৪ | ১৬:২৮

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

বুধবার (২১ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি প্রেরণ করেন। 

এর আগে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুপস্থিতিতে অনুষ্ঠিত ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক ভেটেরিনারি অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলামকে সাময়িকভাবে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। 

২০২২ সালের ২১ নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেন মো. জামাল উদ্দিন ভূঞা। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন করছিলেন। শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করছিল। কিন্তু কিছু শিক্ষক ও কর্মকর্তা তার পক্ষ নিয়ে তাকে পদত্যাগ থেকে বিরত থাকার জন্য বলেন। এতে শিক্ষার্থীরা আরও ক্ষুদ্ধ হয়ে ওঠেন।

আরও পড়ুন

×