ঠাকুরগাঁওয়ের সাবেক মেয়র বন্যা জেল হাজতে

ফাইল ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ১৭:০৬
ঠাকুরগাঁও পৌরসভার অপসারিত মেয়র ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আঞ্জুমান আরা বেগম বন্যাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নিত্যানন্দ সরকার এ আদেশ দেন।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় পঞ্চগড়ের বোদা উপজেলার থানাপাড়ার শাহজাহানের বাসা থেকে সাবেক মেয়র বন্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, সদর উপজেলার আরাজী পাইকপাড়া গ্রামের জাকির হোসেনের দায়ের করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ আগস্ট সন্ধ্যায় ঠাকুরগাঁও রোড এলাকার কয়েকটি দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে চারজন মারা যান। এ ঘটনায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ১ নম্বর আসামি করে ৭৭ জনের নামে এবং অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন জাকির হোসেন। এই মামলায় ৩৭ নম্বর আসামি করা হয় অপসারিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাকে।
- বিষয় :
- আওয়ামী লীগ নেতা
- জেল হাজতে প্রেরণ
- ঠাকুরগাঁও