অবৈধ সম্পদ অর্জন
স্ত্রীসহ সাব রেজিস্ট্রার অফিসের সহকারী কারাগারে

ফাইল ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ১৭:৫৫
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অপরাধে সিরাজগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী মহির উদ্দিন ও তাঁর স্ত্রী রাজিয়া খাতুনকে বুধবার কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার তারা জামিনের আবেদন করলে সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মহির উদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়গোঁজা গ্রামের বাসিন্দা।
একই অপরাধে সিরাজগঞ্জের চৌহালীর ওমারপুর ইউনিয়ন ভূমি উপসহকারী সেলিম রেজা ও তাঁর স্ত্রী আফরোজা বেগমকে কারাগারে পাঠিয়েছেন পাবনার পৃথক আদালত। পাবনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম মঙ্গলবার তাদের কারাগারে পাঠান। জেলা জজ আদালতের দুদকের সরকারি কৌঁসুলি খন্দকার জাহিদ ও দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক খায়রুল হক বিষয়টি নিশ্চিত করেন।
সেলিম রেজা সিরাজগঞ্জের বেলকুচির সগুনার চর জোকনালার জহির উদ্দিনের ছেলে। বর্তমানে জেলা সদরের মাছুমপুর মহল্লায় বসবাস করছেন।
- বিষয় :
- মামলা
- জেল হাজতে প্রেরণ
- সিরাজগঞ্জ