দেয়ালে দেয়ালে নতুন দিনের বার্তা

আলফাডাঙ্গায় দেয়ালে দেয়ালে নতুন দিনের কথার মালা সাজ্জাচ্ছেন শিক্ষার্থীরা সমকাল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ২৩:১৪
‘কত প্রাণ হলো বলিদান’, ‘কলম সবচেয়ে শক্তিশালী হাতিয়ার’, ‘ড্রিম বাংলাদেশ আওয়ার কান্ট্রি আওয়ার প্রাইড’– এসব লেখা শোভা পাচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গায় দেয়ালে দেয়ালে। পাশাপাশি ফুটে উঠছে প্রতিবাদী সব ছবি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগ ও সফলতাকে স্মরণীয় করে রাখতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা আঁকছে এসব চিত্রকর্ম। কেউ গ্রাফিতি, কেউ ক্যালিওগ্রাফি, কেউবা পেইন্টিংয়ে প্রকাশ করছে নিজের চিন্তা ও আবেগ। ছাত্রছাত্রীদের রং-তুলির ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পাচ্ছে ইট-সিমেন্টের দেয়ালগুলো। দেশ গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
সপ্তাহখানেক আগে উপজেলা সড়কের পাশের দেয়াল ও দরজায় শুরু হয় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন। শিক্ষার্থীরা অপরিচ্ছন্ন ও রাজনৈতিক স্লোগান লেখা দেয়ালগুলো পানি দিয়ে পরিষ্কার করে রং করেছে। পরিষ্কারের পর তুলির আঁচড়ে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা আঁকাসহ লিখেছে প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের বার্তা। তাদের চোখেমুখে আলফাডাঙ্গাকে মনের মতো করে সাজানোর স্বপ্ন স্পষ্ট।
বৃহস্পতিবার সকালে উপজেলা সড়কে গিয়ে দেখা যায়, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন করছে। কেউ দেয়ালে লাগানো পোস্টার তুলছে, কেউ ব্রাশ দিয়ে দেয়ালে রং করছে। সেই রঙের ওপর ছবি আঁকা ও লেখার কাজ করছে শিক্ষার্থীরা। যারা এসব কাজে যুক্ত, তাদের চোখেমুখে দেশ গড়ার নতুন প্রত্যয়।
ঢাকা পিলখানা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের ছাত্রী রিফা তাসনয়া জেরিন, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের ছাত্র মাজহারুল ইসলাম মাহমুদ, আলফাডাঙ্গা সরকারি কলেজের ছাত্র শেখ রিশাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদুজ্জামান স্বচ্ছ ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র ফজলে রাব্বিসহ অন্য শিক্ষার্থীরা জানান, তারা দেশের মানুষকে স্পষ্ট বার্তা দিতে চান, যখন রাষ্ট্র সংস্কার করতে হবে তখন অবশ্যই শিল্পকে সামনে রেখে এ কাজ করতে হবে। যদি সংস্কৃতির সংস্কার না করতে পারি, তাহলে রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত সংস্কার, তা আমরা করতে পারব না। তারা বলেন, বাংলাদেশ সবার, এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। ছাত্রসমাজ সব অনিয়মের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে।
আলফাডাঙ্গার বাসিন্দা ক্লিনিক ব্যবসায়ী হারুন-অর-রশীদ বলেন, শিক্ষার্থীদের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করা হলে দেশটা পরিচ্ছন্ন ও অনেক সুন্দর হবে। সে জন্য তাদের যা যা সহযোগিতা করা দরকার তা তিনি করবেন। প্রশাসনও তাদের সহযোগিতা করবে বলে আশা করেন তিনি।
আলফাডাঙ্গার ইউএনও সারমীন ইয়াসমীন জানান, শিক্ষার্থীদের এ কাজ অত্যন্ত মহৎ। ভালো কাজে সবার সহযোগিতা করা দরকার। প্রশাসনের পক্ষ থেকে তারা শিক্ষার্থীদের পাশে আছেন।
- বিষয় :
- কোটা আন্দোলন